সাইবার ক্রাইম নিয়ে তদন্তে নেমে গোয়েন্দা সংস্থাগুলির হাতে যে তথ্য এসেছে, তা চমকে দেওয়ার মতো। গোয়েন্দা ও বিশেষজ্ঞদের হাতে যে তথ্যপ্রমাণ মিলছে তাতে দেখা যাচ্ছে যে, মূলত ব্যাঙ্ককর্মী এবং ব্যাঙ্কের হয়ে যাঁরা সরাসরি কাজ করে থাকেন সেই তৃতীয় পক্ষ মারফত ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ এবং গোপন নথি ফাঁস হয়ে যাচ্ছে। সরকারের এক শীর্ষস্থানীয় আধিকারিক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। সাইবার অপরাধীরা এই পথেই কৌশলে অপব্যবহার করে চলেছে এবং নাগরিকদের প্রতারিত করছে।
এই বিষয়ে কয়েক সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ কর্তাদের নিয়ে একটি জরুরি গোপন বৈঠক বসে। যেখানে এই ভয়ানক সঙ্কটের সমাধান কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। সরকারের তরফে শীর্ষস্থানীয় স্তরের ওই বৈঠকে দ্রুত কঠোর পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নয়া নির্দেশিকাকে কার্যকর করতে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। ব্যাঙ্কগুলিকে তাদের অভ্যন্তরীণ তথ্য সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।