এ যেন বাঘের কাছে ছাগল পুষতে দেওয়ার মতো ঘটনা। অতীতে বাড়ি নির্মাণ নিয়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। যা বহুজন বিদিত। বিষয়টি কেন্দ্র-রাজ্য সংঘাতে গড়ায়। ঘোলাজলে মাছ ধরতে নামে বিরোধী রাজনৈতিক দলগুলিও। এরপরই নড়েচড়ে বসে রাজ্যের প্রশাসন। বাড়ি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নেয় নবান্ন। বাড়ির তালিকা তৈরি থেকে শুরু করে কার দাবি কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখার জন্য বিডিও থেকে আধিকারিকদের তদন্তে পাঠানো হয়। সেইমতো তালিকা যাঁচাইয়ের কাজ করা হয়।
কিন্তু এবার সেই অনুমোদিত বাড়ি নির্মাণের কাজ তদারকির দায়িত্ব দেওয়া হচ্ছে পঞ্চায়েতের প্রতিনিধিদের। পঞ্চায়েতের পদাধিকারীদের এই দায়িত্ব দেওয়া হলেও কার্যত বিষয়টি রাজনৈতিক নেতাদের নিয়ন্ত্রণে চলে যেতে বসেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বাড়ি নির্মাণে যে নতুন করে দুর্নীতি হবে না, এবিষয়ে অনেকেই নিশ্চয়তা দিতে পারছেন না।