November 1, 2025
দেশ

৩০ লিটার বুকের দুধ দান করে নজির গড়লেন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা

ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা

হায়দরাবাদ, ১৫ সেপ্টেম্বর: ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা আবারও এক মানবিক উদাহরণ স্থাপন করলেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই তিনি ৩০ লিটার বুকের দুধ দান করেছেন হাসপাতালের নবজাতক ও অসুস্থ শিশুদের জন্য।

জ্বালা জানিয়েছেন, “স্তন্যদুগ্ধ জীবন বাঁচায়। অসুস্থ বা অনাথ শিশুদের কাছে এটি দেবদূতের মতো আশীর্বাদ হতে পারে। তাই আমি এক-দু’ লিটার নয়, ৩০ লিটার দুধ দান করার সিদ্ধান্ত নিয়েছি।”

এই দুধ পৌঁছে যাবে হাসপাতালে ভর্তি অনাথ ও গুরুতর অসুস্থ নবজাতকদের কাছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পদক্ষেপকে ঘিরে প্রশংসার বন্যা বইছে। এক নেটিজেন লিখেছেন, “এমন কাজ করার জন্য অনেক ধন্যবাদ। এতে অন্যরাও অনুপ্রাণিত হবেন।”

জ্বালা ও অভিনেতা-প্রযোজক বিষ্ণু বিশালের কন্যা মীরা জন্ম নেয় ২২ এপ্রিল। দীর্ঘ IVF চিকিৎসার পর জন্ম নেওয়া এই সন্তান তাঁদের জীবনের বিশেষ প্রাপ্তি। মীরার জন্মের খবর প্রকাশ করেছিলেন বিষ্ণু, তাঁদের বিবাহবার্ষিকীর দিন। এ সময় বড় ছেলে আর্যনের বোনকে ভালোবাসার দৃশ্যও ভাগ করে নিয়েছিলেন তিনি।

এই পুরো যাত্রায় অভিনেতা আমির খানের ভূমিকার কথাও উল্লেখ করেছেন দম্পতি। বিষ্ণু বিশাল জানিয়েছেন, “আমির সারাজীবন আমাদের পরিবারের মতো পাশে থেকেছেন। তাঁর সমর্থন না থাকলে মীরাকে কোলে নিতে পারতাম না।”

Related posts

Leave a Comment