31 C
Kolkata
October 31, 2025
কলকাতা

রাইটার্সের সামনে সেনার ট্রাক আটক, কলকাতা পুলিশ–আর্মির টানাপোড়েন

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার একটি ট্রাককে আটকায় কলকাতা পুলিশ। অভিযোগ, ট্রাকটি বিপজ্জনক গতিতে চালানো হচ্ছিল এবং ‘নো রাইট টার্ন’ চিহ্ন থাকা সত্ত্বেও হঠাৎ ডান দিকে বাঁক নেয়। ঠিক পিছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি।

ঘটনার বিবরণ:
ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায়।
ঘটনাস্থলে পৌঁছান সেনার ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামের কর্তারা।
লালবাজার জানায়, নিয়ম ভঙ্গের কারণে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

যদিও সেনার তরফে দাবি, ট্রাক একেবারেই বেপরোয়া গতিতে চালানো হয়নি। সিগন্যাল খোলা থাকায় ডান দিকে বাঁক নেয়, কমিশনারের গাড়ি পিছনে ছিল তা জানা ছিল না। কলকাতা পুলিশ ওই মুহূর্তের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে ট্রাকটিকে হঠাৎ বাঁক নিতে দেখা যায়। পাশাপাশি পুলিশের তরফে ‘নো রাইট টার্ন’ চিহ্নের ছবিও প্রকাশ করা হয়েছে।

এই ঘটনা ঘটল একদিন পরেই, যখন সেনা ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের তৈরি করা প্রতিবাদ মঞ্চ খুলে দেয়। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাকে সরাসরি আক্রমণ না করে বিজেপি ও কেন্দ্রকে দায়ী করেন। তাঁর অভিযোগ, ‘‘সেনাকে বিজেপির কথায় চলতে হচ্ছে।’’

সেনার দাবি, ময়দান এলাকায় অস্থায়ী মঞ্চ দু’দিনের অনুমতি সত্ত্বেও প্রায় এক মাস ধরে ছিল। বারবার জানানো সত্ত্বেও তা সরানো হয়নি, তাই প্রশাসনকে জানিয়ে তারা মঞ্চ ভাঙার কাজ শুরু করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘মঞ্চ সরানোর ব্যাপারে কারও সঙ্গে কথা বলা হয়নি।’’

Related posts

Leave a Comment