October 31, 2025
দেশ

বন্যায় আটকে পড়াদের সাহসী উদ্ধার অভিযান

বুধবার ভোরে দুঃসাহসিক অভিযানে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ২২ জন সিআরপিএফ সদস্য এবং তিনজন সাধারণ নাগরিককে উদ্ধার করে। তাঁরা জম্মু–কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তের মাধোপুর হেডওয়ার্কস এলাকায় মঙ্গলবার থেকে আটকে ছিলেন।প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জানান, সকাল ৬টার দিকে সেনা এভিয়েশনের হেলিকপ্টার উদ্ধারকাজ শুরু করে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সবাইকে সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই যে ভবনে তাঁরা আশ্রয় নিয়েছিলেন সেটি ধসে পড়ে, ফলে অভিযানের সময়োপযোগী পদক্ষেপের গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে।তিনি আরও বলেন, এই সাফল্য প্রমাণ করে যে মানুষের জীবন রক্ষায় ভারতীয় সেনাবাহিনী সবসময় প্রস্তুত এবং বিপদে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার সক্ষমতা রাখে। সেনা ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।এর পাশাপাশি, মঙ্গলবার সন্ধ্যায় সেনা জওয়ান ও সিআরপিএফ সদস্যরা মিলে বন্যায় আটকে পড়া ১১ জন বিএসএফ এবং ৯ জন সেনাসদস্যকে উদ্ধার করেন। বিভিন্ন জলমগ্ন এলাকা থেকে একশোরও বেশি সাধারণ মানুষকেও নিরাপদে সরিয়ে আনা হয়।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্যার জল ঢুকে পড়লে বহু ছাত্রছাত্রী ও কর্মীকে সেনা ও সিআরপিএফ উদ্ধার করে। সোয়াঞ্জনা অঞ্চলে পানিবন্দি স্কুলের শিক্ষার্থীরাও সেনার তৎপরতায় নিরাপদ আশ্রয়ে পৌঁছায়।বন্যায় বিপর্যস্ত অসংখ্য মানুষের জীবন বাঁচাতে এই অভিযানের সাহস ও দ্রুততা আবারও প্রশংসিত হলো।

Related posts

Leave a Comment