নদিয়া: পুলিশের নাকা চেকিং এ আবারো বড়সড় সাফল্য। সন্দেহ ভজন একটি গাড়িকে ধাওয়া করে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২৫ টি বস্তা, যার মধ্যে ছিল প্রায় ৫০ কেজি গাঁজা। বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশের ভূমিকা দেখে ই গাড়ি ছেড়ে পলাতক হয়ে যায় অভিযুক্তরা। নদীয়ার ধুবুলিয়ার হাসাডাঙ্গা ভাই ভাই হোটেল সংলগ্ন এলাকার ঘটনা। সূত্রের খবর বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে ওই গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল, পুলিশের অতি সর্তকতায় ওই গাড়িটি সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে ওই গাড়িটির পেছনে, এরপর গাড়ি রেখে পালিয়ে যায় গাড়িতে থাকা ব্যক্তিরা। গাড়ি খুলতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের। ভেতর থেকে বের করা হয় একের পর এক গাঁজা ভর্তি বস্তা, প্রায় ২৫ টি বস্তা উদ্ধার করা হয়। যার মধ্যে আনুমানিক প্রায় ৫০ কেজি গাজা মজুদ করা ছিল। তবে এই গাঁজা কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশের কাছে । যদিও তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে পথচারীদের দাবি, ধুবুলিয়ার ১২ নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের একমাত্র রাস্তা, আর এই রাস্তা দিয়েই অপরাধমূলক কাজ এবং মাদকদ্রব্য পাচার হয় বিভিন্ন কৌশলে। পুলিশ যদি আরও সক্রিয় থাকে তাহলে এই ধরনের মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে। স্বভাবতই লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধারে ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
previous post
next post