15 C
Kolkata
January 19, 2025
দেশ

ছত্তিশগড়ের জঙ্গলে ফের আইইডি ‍বিস্ফোরণ, জখম ২ কমান্ডো

ফাইল চিত্র

ছত্তিশগড়ের ‍‍বস্তার ডিভিশনে আ‍বার মাও‍বাদী ‍নাশকতা। ‍বৃহস্পতি‍বার বিজাপুর জেলায় আইইডি ‍বিস্ফোরণে সিআরপিএফের ‘কোবরা’ বাহিনীর ২ কমান্ডো গুরুতর জখম হয়েছেন। কেন্দ্রীয় আধাসেনা এবং পুলিশের যৌথবাহিনীর ধারাবাহিক অভিযানের মধ্যেই আবার আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটল।

পুলিশের দাবি, নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ তথা পিপল্‌স লিবারেশন গেরিলা আর্মি-র পাতা আইইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটে । বিজাপুর ও সুকমার পাশাপাশি নারায়ণপুর, দন্তেওয়াড়া, জগদলপুর, কাঁকের এবং কোন্ডাগাঁও জেলার পাহাড় এ‍বং জঙ্গলে চলছে তল্লাশি অভিযান।

Related posts

Leave a Comment