তামিলনাড়ুর বিজেপির সাবেক সভাপতি কে. অন্নামালাই সোমবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে তীব্র আক্রমণ করে বলেন, এলডিএফ সরকারের আয়োজিত গ্লোবাল অয়্যাপ্পা সঙ্গমম আসলে আসন্ন নির্বাচনের জন্য এক রাজনৈতিক নাটক।পান্ডালামে আয়োজিত বিকল্প অনুষ্ঠান বিশ্বাস সঙ্গমম-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, এই উদ্যোগ কেবল এলডিএফ-এর “অ্যান্টি-সনাতন ধর্ম” ইমেজ মুছে ফেলার জন্য।
অন্নামালাই বলেন, “যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না, হঠাৎ তিনি ভগবদ গীতা পাঠ করছেন—এটা নিছক নাটক ছাড়া আর কিছু নয়।” তিনি আরও অভিযোগ করেন, যারা আগে গণেশকে মিথ বলেছিলেন, তারা এখন হিন্দুধর্ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন কেবল হিন্দুদের বিভ্রান্ত করতে।তিনি কেরল সরকারের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে আমন্ত্রণেরও সমালোচনা করেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সবরিমালা কর্ম সমিতি ও হিন্দু ঐক্য বেদীর আয়োজিত এই বিশ্বাস সঙ্গমমে ১৫০-রও বেশি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা, ৬০ জনেরও বেশি সন্ন্যাসী, মন্দিরের প্রতিনিধি, সাবরিমালা তন্ত্রি ও থিরুভাভরণ সংঘের সদস্য, মালয়ারায়া সমাজমের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিজেপি কেরল সভাপতি রাজীব চন্দ্রশেখর, বিজেপি সাংসদ তেজস্বী সূর্য এবং হিন্দু ঐক্য বেদীর নেতারাও উপস্থিত ছিলেন।

