নয়াদিল্লি, ২৩ নভেম্বর ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাদকচক্র ভাঙতে কেন্দ্রীয় সরকার নজিরবিহীন গতিতে অভিযান চালাচ্ছে। তিনি দাবি করেন, “এত দ্রুত ও এত বড় স্কেলে দেশের মাদক নেটওয়ার্ক ধ্বংস করার উদাহরণ স্বাধীনতার পর আর নেই।” শাহ আরো বলেন, প্রতিটি রাজ্যের সঙ্গে সমন্বয় করে কেন্দ্র মাদক-মুক্ত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে এবং এনসিবি-সহ সব সংস্থা এখন আরও চৌকসভাবে অপারেশন চালাচ্ছে।
