December 6, 2025
দেশ

অপারেশন সিন্ধুর নিয়ে মোদি ও দোভালকে আক্রমণ করেননি অমিত শাহ, ভিডিও ভুয়া ঘোষণা করল পিআইবি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দাবি করা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে অপারেশন সিন্ধুর ব্যর্থতার জন্য দোষারোপ করে মোদির পদত্যাগ দাবি করেছেন। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও বিকৃত।ভাইরাল হওয়া ক্লিপটি শাহর নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশির নেওয়া সাক্ষাৎকার থেকে এআই-এর মাধ্যমে বিকৃত করা হয়েছে।

আসল ভিডিওতে শাহ মোদির নেতৃত্বে বিজেপির শক্তিবৃদ্ধি, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, অর্থনৈতিক সংস্কার এবং কোভিড মোকাবিলা নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু বিকৃত ভিডিওটিতে এমনভাবে কথোপকথন সাজানো হয়েছে যেন শাহ পাকিস্তানের হামলার কথা বলে মোদির পদত্যাগ দাবি করছেন।পিআইবি সতর্ক করে বলেছে, এ ধরনের ভুয়া এআই ভিডিও জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। ব্যুরোর পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ করা হয়েছে যেন এমন কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা হয়।

Related posts

Leave a Comment