October 31, 2025
দেশ

‘ভোট চুরি’র অভিযোগের মাঝেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ভাবনা বিরোধীদের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর করা “ভোট চুরি” অভিযোগকে খারিজ করে দেওয়ার পর এবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্ডিয়া ব্লক।কংগ্রেসের এক সিনিয়র সাংসদ সোমবার জানান, দল গণতান্ত্রিক কাঠামোর সব উপায় প্রয়োগ করতে প্রস্তুত। যদিও অভিশংসন নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।প্রসঙ্গত, রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে দিয়ে রবিবার প্রেস কনফারেন্সে জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন সর্বদা নিরপেক্ষ অবস্থান বজায় রাখে।

তিনি রাহুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, সাত দিনের মধ্যে হলফনামা দিয়ে প্রমাণ দিতে হবে, নচেৎ দেশের কাছে ক্ষমা চাইতে হবে।নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ। “ভোট চুরি”র মতো শব্দ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা সংবিধানের প্রতি অসম্মান বলেও মন্তব্য করেছেন কুমার।অন্যদিকে রাহুল গান্ধীর অভিযোগ, কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপির পক্ষ নিয়ে ভোট চুরির সুযোগ করে দিয়েছে। বিরোধীদের নিজস্ব তদন্তেও নাকি তার প্রমাণ মিলেছে।

তবে ইসিআই এই অভিযোগকে “ভিত্তিহীন ও প্রমাণহীন” বলে উড়িয়ে দিয়েছে।এই অবস্থায় বিরোধীরা অভিশংসন প্রস্তাব আনলে বিরোধী শিবির ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত আরও তীব্র হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে।

Related posts

Leave a Comment