ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে কড়া বার্তা দেন। এবার সেটা ভারতীয়দের ক্ষেত্রে কার্যকর করা শুরু হল। তার আমলে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠাল আমেরিকা। সেখানে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয়দের ‘ডিপোর্ট’ করল মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রথম পর্যায়ে ২০৫ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ইতিমধ্যে টেক্সাস থেকে একটি সামরিক বিমান তাঁদের ভারতে ফেরত পাঠাচ্ছে। এর আগে জো বাইডেনের আমলে চার্টার্ড বিমানে করে ফেরত পাঠানো হয়েছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের।
এদিকে বিষয়টি নিয়ে অবৈধ অভিবাসীদের সতর্ক করেছেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। অবৈধ অভিবাসীদের নিয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন। এই পদক্ষেপগুলি একটি স্পষ্ট বার্তা দেয় যে, অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি নেওয়া অনর্থক।’