October 31, 2025
দেশ বিদেশ

লকহিড মার্টিনের সিইও-র সঙ্গে বৈঠকে শিল্প সহযোগিতা জোরদারের বার্তা দিলেন রাষ্ট্রদূত ক্বাত্রা

ওয়াশিংটন: আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরনজিৎ সিংহ সাঁধু’র স্থলাভিষিক্ত হওয়া কূটনীতিক ভিনয় মোহন ক্বাত্রা লকহিড মার্টিনের সিইওর সঙ্গে বৈঠক ভারত-আমেরিকা প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে প্রযুক্তি-বিনিয়োগ বিনিময়, প্রতিরক্ষা খাতে যৌথ উৎপাদন এবং ‘মেক ইন ইন্ডিয়া’–র আওতায় উন্নত সামরিক প্রযুক্তি তৈরির সম্ভাবনা নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

ভারত-আমেরিকার কৌশলগত সম্পর্ক যেভাবে প্রতিনিয়ত উন্নতির পথে, সেই প্রেক্ষিতে লকহিড মার্টিনের মতো মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ শিল্প-সহযোগিতা ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞমহলের অভিমত, স্বনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্য অর্জনে এই ধরনের যৌথ উদ্যোগ আগামী দিনে ফলপ্রসূ হবে।রাষ্ট্রদূত ক্বাত্রা বলেন, ভারত-আমেরিকা জোট এখন শুধু বাণিজ্য নয়, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগির ক্ষেত্রেও নতুন অধ্যায় সৃষ্টি করছে। বৈঠকে ভবিষ্যৎ প্রকল্প, গবেষণা ও উন্নয়নে (R&D) সম্ভাব্য অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়।

Related posts

Leave a Comment