লোকসভার বিরোধী দলনেতা ও রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দায়ের করা একটি আবেদনের শুনানি শেষে এলাহাবাদ হাইকোর্ট রায় সংরক্ষণ করেছে।বুধবার বিচারপতি সমীর জৈনের একক বেঞ্চ এ মামলার শুনানি করেন।
এটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সফরে শিখ সম্প্রদায়কে নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্যকে কেন্দ্র করে দায়ের করা মামলা।
রাহুল গান্ধী তাঁর আবেদনে এমপি-এমএলএ কোর্টের ২১ জুলাই ২০২৫ সালের আদেশ বাতিল করার আবেদন জানান।এই মামলা দায়ের করেছিলেন বারাণসীর নাগেশ্বর মিশ্র।