কঠোর পরিশ্রমী ও একাধিক ছবির কাজ নিখুঁতভাবে সামলানোর জন্য পরিচিত অক্ষয় কুমারও নাকি স্ত্রী টুইঙ্কল খন্নার কাছে পরাস্ত! সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এমন একটি অভ্যাস ফাঁস করলেন, যা করলে টুইঙ্কল খন্না তাঁর প্রাণ নিয়ে নিতে পারেন।প্রসঙ্গটি হলো, অনুষ্ঠানে অক্ষয় বলেন, “যখন আমি সপ্তম শ্রেণিতে ফেল করি…”—এতে দর্শকরা হাসিতে ফেটে পড়েন। 
এরপর সঞ্চালক মজার ছলে প্রশ্ন করেন, তিনি কি করমর্দনের সময় আংটি বা ঘড়ি উধাও করে নিতে পারেন? অক্ষয় উত্তর দেন, যে কোনও মানুষের সঙ্গে করমর্দন করে ঘড়ি নিজের পকেটে ঢুকিয়ে নিতে পারেন।শেষে সঞ্চালক প্রশ্ন করেন, “স্ত্রী টুইঙ্কলের সাথেও এমন করতে পারবেন?”—এর জবাবে অক্ষয় হেসে বলেন, “ওটা করার চেষ্টা করলে ও আমাকে প্রাণে মেরে ফেলবে।”ও টুইঙ্কলের বিয়ে ২০০১ সালে হয়েছিল। তাঁদের দুই সন্তান—আরভ ও নিতারা।
							previous post
						
						
					
