সংবাদ কলকাতা: স্বস্তির খবর, মিশে যাচ্ছে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা এয়ারলাইন্স! এদের জুড়ে দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং টাটা সন্স। যা আগামী ২০২৪ সালের মার্চের মধ্যেই সম্পন্ন হবে বলে সবুজ সংকেত দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোর্ডের এই সিদ্ধান্ত টাটার কাছে বড়সড় স্বস্তি।
সিঙ্গাপুরের উড়ান সংস্থা জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার ২৫.১% মালিকানা পাবে। বর্তমানে টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে। এবার রেগুলেটারি অনুমোদন পাওয়ার পরই সিঙ্গাপুর এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়াতে ২৫০ মিলিয়ন ডলার অর্থাৎ ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।
এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা মিশে গেলে ভারতের অ্যাভিয়েশন সেক্টরে ব্যাপক বদল আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই সেক্টরে টাটা সন্স রীতিমত আধিপত্য বিস্তার করতে পারবে। যা দেশের বিমান পরিষেবার ক্ষেত্রে একটা ভালো দিক।
previous post