27 C
Kolkata
August 1, 2025
Featured

ওয়াকাব বিল পাস হওয়ার পর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ উত্তপ্ত হয়ে উঠে, ঘটনার মাষ্টার মাইন্ড দুজনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কাউসার সেখ ও মুরসালিম সেখ। বাড়ি সামশেরগঞ্জের সুলিতলা গ্রামে। সামশেরগঞ্জের ডাকবাংলা মোড়ে জমায়েত করার পিছনে যারা ছিলেন তারা হলেন এই দু’জন। কাউসার সেখ ও মুরসালিম সেখ। ধৃত দুজনেই একটি এনজিও সাথে যুক্ত ছিলেন।

ধৃত দু’জনে এলাকার মানুষকে উতসাহিত করে ঝামেলা সৃষ্টি করেছিলেন বলে জানাযায়। ধৃত দুজনকে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় বলে জানাযায় পুলিশ সূত্রে।

Related posts

Leave a Comment