ভুবনেশ্বর, ৭ ডিসেম্বর: ইন্ডিগোর একাধিক ফ্লাইট বাতিলে শত শত যাত্রী বিমানবন্দরে আটকে পড়ায় জরুরি উদ্যোগ নিল পূর্ব উপকূল রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ ট্রেন চালানো হবে এবং বহু ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করা হচ্ছে। হঠাৎ ফ্লাইট বাতিলের জেরে সমস্যায় পড়া যাত্রীদের চাপ সামলাতে রেলওয়ে হেল্পডেস্কও সক্রিয় করা হয়েছে। রেল দফতর জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে।
