27 C
Kolkata
November 1, 2025
দেশ

ভারতের সঙ্গে যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিল আফগানিস্তান

দিল্লি:ভারত ও আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে যৌথ বাণিজ্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। শুক্রবার এ তথ্য জানান আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুতাকি।দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুতাকি বলেন, “দুই পক্ষই বাণিজ্য কমিটি গঠনে সম্মত হয়েছে। আফগানিস্তানে খনিজ সম্পদ, শক্তিক্ষেত্র ও বিনিয়োগের বিশাল সুযোগ তৈরি হয়েছে।

আমরা ভারতীয় সংস্থাগুলিকে এগিয়ে এসে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”তিনি আরও জানান, আফগানিস্তান বর্তমানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভারতীয় কোম্পানিগুলির অভিজ্ঞতা আফগানিস্তানের খনিজ, জলবিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায় খুলে দিতে পারে।

যদিও ভারত এখনও তালিবান সরকারের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটেনি, তবুও বাণিজ্য ও মানবিক সহায়তার মাধ্যমে যোগাযোগ বজায় রয়েছে।উল্লেখ্য, ২০২১ সালে তালিবান ক্ষমতায় ফেরার পর ভারত-আফগান বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছিল। সাম্প্রতিক এই উদ্যোগকে তাই দুই দেশের সম্পর্কের পুনর্জাগরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment