November 2, 2025
দেশ

অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক:-

১.দেশের রাজধানী নয়াদিল্লিতে তৃণমূল সাংসদদের জয় হিন্দ কলোনীতে ধর্না। অন্যদিকে হাওড়ায় চাকরিহারাদের ধর্না। বৈঠক ফলপ্রসূ হয়নি, তাই ফের চলতি সপ্তাহে ধর্নার ডাক চাকরিহারাদের। ভোট ব্যাঙ্কের কথা ভেবে দিল্লির বাঙালিদের নিয়ে অস্মিতা জাগ্রত করতে মরিয়া তৃণমূল। । এদিকে শিক্ষকরা পথে। সমাধানের রাস্তায় নেই- শাসকের এ কোমন রাজনীতি ?

২.একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের। বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার যোগ।

৩.অপারেশন সিঁদুরের পরেও অধরা পেহেলগাঁও হামলার মুল অভিযুক্তরা।

৪.বালুঘাট থেকে ভাটিণ্ডা যাওয়ার পথে ইঞ্জিন বিকল হওয়ায় দীর্ঘক্ষণ গাজোল স্টেশনে দাঁড়িয়ে ছিল গুরুত্বপূর্ণ দিল্লি গামী ট্রেন।

৫.এ রাজ্যে দেড় কোটি মানুষ বসবাস করেন, যাঁরা ভিন রাজ্যে বাসিন্দা । তাঁরা নিরাপদে বসবাস করেন। অথচ এ রাজ্যের ২২ লক্ষ মানুষ অন‍্যন‍্য রাজ্যে বসবাস করলে, তাঁদের হেনস্থার শিকার হতে হচ্ছে!সব মন্ত্রীদের নিজের নিজের এলাকায় এলাকায় প্রতিবাদ গড়ে তোলারও নির্দেশ মুখ্যমন্ত্রীর।

৬.মেগা পলিটিক্যাল ৭দিন। চলতি সপ্তাহেই মমতার পদযাত্রা ও দুর্গাপুরে মোদীর সভা। সোমবার ২১শে জুলাই। কেন দুর্গাপুর বাছলেন প্রধানমন্ত্রী?

৭.শুভেন্দুর মতে শিক্ষকদের আন্দোলনের অসম্পূর্ণতার একটা বড় কারণ হলো তাদের মধ্যে মিশে থাকা কিছু ‘মাকু’ মনোভাবাপন্ন লোকজন। এই ধরণের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে ‘আর জি কর’ আন্দোলনও মাঝপথে ভেস্তে যায়।
এই মাকু কারা? কে তাদের চিহ্নিত করবে?

৮.পটাসপুরে বহিরাগত হিন্দিভাষী লোকজন, ছেলে ধরা সন্দেশে গণপিটুনি। খবর পেয়ে গাজিয়াবাদের ৩ পুরুষ ও দুই মহিলা কে আটক করেছে ।তদন্ত শুরু করেছে পুলিশ। ভিন রাজ্যে বাঙালী হেনস্থার পাল্টা কি এবার এই রাজ্যেও শুরু হয়ে গেল ?

৯.রায়গঞ্জের কংগ্রেস নেতা ভিক্টরকে নিয়ে রাজ্যের মন্ত্রী রাব্বানীর কুরিচিকর মন্তব্যে প্রসঙ্গে
১০.হরিহরপাড়ায় ICDS সেন্টারের বেহাল অবস্থা প্রসঙ্গে
১১.ভাঙনের আশঙ্কায় ঘুম উড়েছে লালগোলার তারানগর গ্রামের বাসিন্দাদের।

Related posts

Leave a Comment