বাংলাদেশ সরকার আদানি গোষ্ঠীর কাছে অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ সংক্রান্ত টাকা আরও কিছুদিন বকেয়া রাখতে। ইউনূস সরকারের সেই আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে আদানি। বিদ্যুতের বকেয়া টাকা মাসিক কিস্তিতে পরিশোধ করা হবে। এই দাবি জানিয়েই ভারতের আদানি গোষ্ঠীকে দুই বিদ্যুৎ প্রকল্প থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে অনুরোধ করেছিল, বিদ্যুতে বাড়তি ছাড় দেওয়ার।
তবে ভারতের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার বাংলাদেশে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও কোনওরকম বাড়তি ছাড় দিতে রাজি নয়। ২০১৭ সালের বিদ্যুৎ চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বাংলাদেশকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত আদানি।
previous post