31 C
Kolkata
August 2, 2025
দেশ

নারায়ণগড়ে দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার! বিষাক্ত ধোঁয়ায় ঢাকল এলাকা

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে অ্যাসিড ভর্তি ট্যাঙ্কার। মঙ্গলবার দুপুরে ট্যাঙ্কার থেকে বেরনো হাইড্রোক্লোরিক অ্যাসিড-এ ঢেকে যায় গোটা এলাকা। নারায়ণগড় থানার পুলিশ দমকলে খবর দেয়। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রের খবর, বেলা আড়াইটে নাগাদ নারায়ণগড় থানার উকুনমারি ও কাঁটাইখালের মধ্যবর্তী এলাকায় ট্যাঙ্কারের চালক নিয়ন্ত্রণ হারান। তার জেরে ওই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের দুই লেনের মাঝে কাঁচা রাস্তায় নেমে যায়। বৃষ্টিতে আগে থেকেই সেখানকার মাটি নরম ছিল। এর ফলে ওই মাটিতে বিশাল আকৃতির ট্যাঙ্কারের চাকা বসে যায়।

কিন্তু পুলিশ-প্রশাসন ক্রেনের সাহায্যে ওই ট্যাঙ্কার জাতীয় সড়কের উপর তুলে আনার সময়ে ঘটে বিপত্তি। ক্রেনের আঘাতে কোনও কারণে ট্যাঙ্কারের পিছনে থাকা ভালভ ভেঙে যায়। আর সেখান থেকেই HCL অ্যাসিড বেরোতে শুরু করে। নিমেষের মধ্যে গোটা এলাকা অ্যাসিডের ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দমকল বাহিনী। দুর্ঘটনার পরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়।

Related posts

Leave a Comment