প্রেমের সম্পর্কে ইতি টানতে চাওয়াই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। সোমবার দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঘটে গেল চাঞ্চল্যকর খুন। পরিবারের সামনেই নিজের প্রেমিকের গুলিতে প্রাণ হারালেন কলেজছাত্রী ঈশা মল্লিক (১৯)।
কী ঘটেছিল
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দেবরাজ সিংহ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাইছিলেন ঈশা। সেই কারণেই নাকি ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুরে হঠাৎই ঘরে ঢুকে ঈশাকে লক্ষ্য করে গুলি চালায় দেবরাজ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মায়ের চোখের সামনে মেয়ে খুন
নিহতের মা জানিয়েছেন, হঠাৎ জোরালো শব্দ শুনে তিনি ছুটে যান মেয়ের ঘরের দিকে। সেখানে দেখেন, এক যুবক বন্দুক হাতে দৌড়ে বেরিয়ে যাচ্ছে। ভেতরে গিয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি হতভম্ব হয়ে যান। ঘটনার সময় বাড়িতে ঈশার ছোট ভাইও উপস্থিত ছিল।
পুলিশের ভূমিকা
কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানিয়েছেন, মেয়েটির শরীরে দুটি গুলির আঘাত পাওয়া গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত দেবরাজ সিংহ পলাতক, তাঁকে ধরতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আতঙ্কে স্থানীয়রা
দিনদুপুরে কলেজের ঠিক উল্টো দিকে এমন নৃশংস খুনে রীতিমতো আতঙ্কে স্থানীয়রা। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে শহরের মধ্যে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে এমন ঘটনা ঘটানো সম্ভব হলো।
previous post