32 C
Kolkata
August 2, 2025
রাজ্য

মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক

মালদা:- ফের উত্তপ্ত মোজমপুর। মোজমপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ এক টোটো চালক। গুলিবিদ্ধ ওই টোটো চালকের নাম আমির শেখ। তার বাড়ি কালিয়াচক থানা এলাকার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়ায়। আমিরের পরিবার সূত্রে খবর, আমির আম নিয়ে রাতে কালিয়াচকের দিকে আসছিল। সেই সময় মোজমপুর স্ট্যান্ডে একেবারে রাজ্য সড়কের ওপরে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়। তারই মাঝে পড়ে যায় আমির। আচমকায় সামনে থেকে ধেয়ে আসে একটি গুলি। সেইগুলি লাগে তার একেবারে বুকের ওপরে। তার বাবা নজরুল শেখ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থাতেই আমি ফোন মারফত বাড়িতে বিষয়টি জানায়। তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কা জনক থাকায় আমিরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত ভর্তি করেছে। তার ভাইপো সাহিল শেখ জানান, কাকার পরিবারে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সেই পরিবারে একমাত্র রোজগেরে। যে বা যারা তাকে গুলি করেছে, আমরা তাদের শাস্তি দাবি করছি। আমিরের বাবা কালিয়াচক থানায় অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরীর নেতৃত্বে ওই এলাকায় বিশাল পুলি বাহিনী পৌঁছেছে। কিন্তু পুলিস এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর। পুলিস জানিয়েছে কে বা কারা গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ।

Related posts

Leave a Comment