সংবাদ কলকাতার প্রিয় পাঠকগণ। আপনারা জানেন, সমাজ, রাজ্য ও দেশকে দুর্নীতি মুক্ত করতে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিসীম। একটি প্রকৃত সৎ, নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম দেশের মানুষকে সঠিক পথ দেখায়। দেশ গঠনে সহযোগিতা করে। বাজারে হাজার একটা সংবাদ সংস্থা থাকা সত্ত্বেও মানুষ আজ বিভ্রান্ত। কারণ, একদল স্বার্থান্বেষী গোষ্ঠী দিনের পর দিন একপেশে আর মিথ্যা সংবাদ পরিবেশন করে মানুষকে প্রতিনিয়ত নাগরিক জীবনকে বিভ্রান্ত করে চলেছে। যার ফলে সমাজে ও দেশে অপরাধী আমলা, নেতা, মন্ত্রী, ও দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত প্রতিনিয়ত। রাজ্য ও দেশ আজ বিপথে চালিত হচ্ছে। প্রতিনিয়ত আমাদের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিনিয়ত মিথ্যা কথার ছল চাতুরিতে মানুষকে বোকা বানাচ্ছে।
অথচ ২০১৬ সালে “সংবাদ কলকাতা” পোর্টালটির শিরোনাম কেনা হয়েছিল একটি মহৎ উদ্দেশ্যে নিয়ে; ক্রমান্বিত শাসকদল ও সুবিধাবাদীদের পদানত হওয়া সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলির বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ পোষণকারী বিভ্রান্তিকর খবর থেকে মানুষকে সজাগ করা। সেইসঙ্গে প্রতিনিয়ত নিরপেক্ষ থেকে সঠিক খবর পরিবেশন করে রাজ্য ও দেশের জনমতকে সঠিকভাবে পরিচালিত করা।
আমরা আমাদের সীমিত প্রচেষ্টায় পাঠকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা অভাবনীয়। আগামীতে আমরা বাংলা ডিজিটাল মিডিয়ার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষাতে ডিজিটাল নিউজ পরিবেশন করতে চলেছি। পাশাপাশি, বাংলায় একটি দৈনিক কাগজ (মিনি ডেইলি) প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। কিন্তু সেজন্য আপনাদের সহযোগিতা ছাড়া এই বৃহত্তর উদ্যোগ একেবারে অসম্ভব। কারণ একটি নিউজ পোর্টাল ঠিকভাবে চালাতে গেলে মাসে কমপক্ষে দেড় লক্ষ টাকা খরচ। কিন্তু আমরা বেশ কয়েক বছরের লড়াইয়ে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা সঠিক সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সেজন্য সমাজ ও দেশ গঠনের উদ্দেশ্যে আপনাদের আর্থিক সাহায্য গ্রহণ অত্যন্ত জরুরি।
আমাদের এই মহৎ উদ্যোগের পিছনে কোনও বড় শিল্প গোষ্ঠী বা কোনও রাজনৈতিক অর্থলগ্নি নেই। আমাদের নিজস্ব কোনও ফান্ডও নেই। অথচ যেখানে বড় বড় শিল্প গোষ্ঠী ও পুঁজিপতিদের মাধ্যমে সংবাদ মাধ্যমগুলি পরিচালিত হচ্ছে, সেখানে নিছক একক প্রচেষ্টায় এই ডিজিটাল মিডিয়া পরিচালিত করা খুবই কঠিন হয়ে পড়েছে। এজন্য আপনাদের অকুন্ঠ অনুদান আমাদের স্থায়ী ফান্ড গঠনের একমাত্র সম্বল। আমরা জানি, বিন্দুতে সিন্ধু তৈরি হয়। সেজন্য আপনাদের বিন্দু বিন্দু অনুদান আমাদের সংবাদ কর্মী নিয়োগ এবং প্রযুক্তিগত সাপোর্টের মাধ্যমে শক্তিশালী হয়ে উঠতে পারবে। বিনিময়ে আমরা অনুদানকারীর নাম ও পরিচয় তালিকা আমাদের ডিজিটাল মিডিয়াতে প্রকাশ করব। আপনার সাধ্যমতো অনুদান আমাদের কোম্পানির রেজিস্ট্রিকৃত ব্যাংক একাউন্ট-এ সরাসরি প্রেরণ করতে পারবেন। এবং অনুগ্রহ করে আপনার দেওয়া অনুদানের রসিদ আমাদের হোয়াটস্যাপ বা ই-মেল নাম্বারে পাঠিয়ে দেবেন।
আমাদের ব্যাংক একাউন্ট নম্বর:
SAMBAD KOLKATA PRIVATE LIMITED
032263300002709
YES BANK, C R Avenue Branch,
IFS CODE: YESB0000322
PHONE PE :7980808383
নিবেদনে —
অপর্ণা সেন, ডাইরেক্টর, সংবাদ কলকাতা প্রাইভেট লিমিটেড
স্বরূপদহ, উত্তর ২৪ পরগনা, পিন: ৭৪৩২৭৩
next post