December 6, 2025
দেশ

‘A মানে অপহরণ, F মানে ফিরৌতি’: বিহারের সভায় ‘জঙ্গল রাজ পাঠশালা’ নিয়ে আরজেডি-কে কটাক্ষ মোদির

পাটনা, ৫ নভেম্বর:বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে আবারও রাজ্যের বিরোধী জোট আরজেডি-কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গয়ায় এক জনসভায় তিনি কটাক্ষ করে বলেন, “আরজেডির ‘জঙ্গল রাজ পাঠশালা’-য় শেখানো হয় — A মানে Aprahan (অপহরণ), F মানে Firoti (ফিরৌতি), R মানে Rangdari (চাঁদাবাজি)।”মোদী আরও বলেন, “আরজেডির শাসনে বিহার অপরাধ, দুর্নীতি আর আতঙ্কের অন্ধকারে ডুবে গিয়েছিল।

আজ সেই একই দল ভোট চেয়ে রাজ্যের মানুষকে আবার সেই দিনগুলোয় ফিরিয়ে নিতে চায়।” তিনি জোর দিয়ে বলেন, “এই নির্বাচন উন্নয়ন বনাম অবনমনের লড়াই। বিহারের মানুষ উন্নয়নের পথেই এগোবে।”প্রধানমন্ত্রী এদিন এনডিএ-র সরকারকে ‘উন্নয়ন, সুশাসন ও নিরাপত্তার প্রতীক’ হিসেবে তুলে ধরে বলেন, “বিহারের জনগণ জানে— ভোট দিলে কাকে ভবিষ্যৎ নিরাপদ হবে, আর কাকে দিলে ফের ‘জঙ্গল রাজ’ ফিরে আসবে।”তিনি আরও জানান, “আমাদের সরকার নারী সুরক্ষা, যুব কর্মসংস্থান এবং কৃষক উন্নয়নের লক্ষ্যে নিরন্তর কাজ করছে। কিন্তু যাঁরা বছর বছর ঘোটালা করেছেন, তাঁরা কেবল পরিবার বাঁচাতে রাজনীতি করছেন।”

Related posts

Leave a Comment