25 C
Kolkata
January 19, 2025
জেলা

ফারাক্কা ব্যারেজে চলন্ত গাড়িতে আগুন

ফাইল চিত্র

মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজে চলন্ত গাড়িতে আগুন। বুধবার ভোরে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে সিআইএসএফ জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মালদহ থেকে জঙ্গিপুর স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা আগুন লেগে যায়। এদিন কাকভোরে ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর লকগেট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতেও এই এলাকায় একই ঘটনা ঘটে। ফারাক্কার আলিনগরে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কেমিক্যাল সামগ্রী পরিবহণকারী লরিতে ধাক্কা মারে একটি পেঁয়াজ বোঝাই ট্র্যাক। ধাক্কা দেওয়ার পর লরিটি পাশের নয়ানজুলিতে উল্টে গেলে তাতেও আগুন ধরে যায়।

Related posts

Leave a Comment