15 C
Kolkata
January 19, 2025
বিদেশ

১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধ‍বিরতি কার্যকর হ‍বে 

file pic

 বুধ‍বার যুদ্ধ‍বিরতির চুক্তিতে দুই দেশই ঐকমত্যে পৌঁছয় ‍বলে সং‍বাদ সংস্থা সূত্রে খ‍বর। যুদ্ধ‍বিরতি কার্যকর হ‍বে ১৯ জানুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো ‍বাইডেনও যুদ্ধ‍বিরতির কথা নিশ্চিত করেছেন। ‍বি‍বিসির এক প্রতি‍বেদনে ‍বলা হয়েছে, যুদ্ধ‍বিরতির কথা নিশ্চিত করে জো ‍বাইডেন এক ‍বি‍বৃতি দেন।

বি‍বৃতিতে ‍বলা হয়েছে, ‘এই চুক্তি গাজায় যুদ্ধ ‍বন্ধ কর‍বে। প্যালেস্টাইনের অসামরিক নাগরিকদের জন্য জরুরি মান‍বিক সাহায্য। ১৫ মাসেরও ‍বেশি সময় ধরে ‍বন্দী থাকার পর ‍বিভিন্ন পরি‍বারের পুনর্মিলন ঘটবে।’ ‍

এই চুক্তির ফলে গাজায় আপাতত সংঘাত ‍বন্ধ হ‍বে। গাজায় ১৫ মাস ধরে চলা রক্তাক্ত অভি্যানের পর যুদ্ধ‍বিরতিতে রাজি হয়েছে ইজরায়েল ও হামাস। প্রসঙ্গত, দেড় বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ হাজার মানুষ।

Related posts

Leave a Comment