“অভিপ্রায় কানে কানে”
অরবিন্দ সরকারআন্তর্জাতিক স্বভাব কবি, মুর্শিদাবাদ। কুঁড়িতে গুঞ্জন শুরু, চলে কানাকানি,ভ্রমরের আনাগোনা,প্রস্ফুটিত ফুলে,মধুর সন্ধান মেলে,নাচে হেলে দুলে,পিপাসা মেটায় ফুল,রঙে হাতছানি। প্রজাপতি পাখা মেলে,তারে টানাটানি,রঙবেরঙ্ পাখাতে,রামধেনু গুলে,সাতরঙে...