নয়া দিল্লি, ৪ ডিসেম্বর ২০২৫: মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদ্যাপন করতে চলেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এনএইচআরসি জানিয়েছে, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রাপ্তি, প্রান্তিক মানুষের
অধিকার সুরক্ষা এবং সংবিধানসম্মত মূল্যবোধ রক্ষার বার্তা দেশজুড়ে ছড়িয়ে দিতেই এই বার্ষিক আয়োজনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মূল অনুষ্ঠানে থাকছে মানবাধিকার সংক্রান্ত আলোচনা, বিভিন্ন রাজ্যের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন এবং সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা।
কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, মানবাধিকার শুধু আইনি বিষয় নয়, বরং প্রতিদিনের জীবনের মৌলিক অধিকার—সে কারণেই সমাজের সব স্তরের মানুষকে যুক্ত করা প্রয়োজন। রাষ্ট্রপতি মুর্মুর উপস্থিতি এই উদ্যোগে প্রাতিষ্ঠানিক মর্যাদা এবং শক্তি যোগাবে বলে এনএইচআরসি-র আশা।
