নয়াদিল্লি ৩ ডিসেম্বর ২০২৫: দেশের দিব্যাং বা বিশেষ সক্ষম নাগরিকদের স্বনির্ভর করে তোলার প্রতিশ্রুতি আবারও জোর দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, প্রযুক্তিগত সহায়তা ও চলাচলের সুবিধা—এই পাঁচটি ক্ষেত্রে দিব্যাং মানুষের জন্য আরও শক্তিশালী অবকাঠামো এবং সহজলভ্য সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।
মোদির বার্তায় উঠে এসেছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতিশ্রুতি। তিনি জানান, আধুনিক প্রযুক্তি, বিশেষ প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট এবং অ্যাক্সেসিবল পাবলিক স্পেস—সব কিছুই এমনভাবে করা হচ্ছে যাতে দিব্যাং নাগরিকরা নিজের প্রতিভা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারেন।
কেন্দ্রের বিভিন্ন প্রকল্প—সহায়ক যন্ত্র প্রদান, বিশেষ বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থানে সহায়তা এবং সামাজিক সুরক্ষা—এর মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষ উপকৃত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। আগামিদিনে আরও বড় পরিসরে অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধির কাজ এগোনোর কথাও জানানো হয়েছে।
