New Delhi 3 December 2025: ভারত-বাংলাদেশ ও অন্যান্য সীমান্তে তিনটি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) নির্মাণ প্রকল্পের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত সম্পন্ন হয়েছে বলে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা আরও গতিশীল ও আধুনিক করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে আইসিপি উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
রাই জানান, তিনটি আইসিপির ডিপিআর এখন অনুমোদন ও বাস্তবায়ন ধাপে এগোবে। এসব নতুন আইসিপি চালু হলে সীমান্ত বাণিজ্য, যাত্রী চলাচল ও কার্গো মুভমেন্ট আরও দ্রুত এবং নিরাপদ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র অনুযায়ী, আইসিপিগুলিতে থাকবে আধুনিক ইমিগ্রেশন, কাস্টমস, নিরাপত্তা স্ক্যানার, কার্গো হ্যান্ডলিং জোন ও সমন্বিত লজিস্টিক সুবিধা। সরকারের দাবি, এগুলো কার্যকর হলে সীমান্ত-সংক্রান্ত অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে এবং আঞ্চলিক সংযোগও আরও শক্তিশালী হবে।
