December 5, 2025
কলকাতা

এসআইআর: রাজ্যে মৃত ও স্থানান্তরিত ভোটারের হালফিল সংখ্যা— বিকেল ৫টা পর্যন্ত নতুন রিপোর্টে কী জানা গেল?

কলকাতা, ২ ডিসেম্বর ২০২৫: বিকেল গড়িয়ে ৫টা। এর মধ্যেই নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্টে উঠে এল বড়সড় পরিসংখ্যানগত বদল। এদিন পর্যন্ত মোট ৪৬ লক্ষ ২০ হাজার এনুমারেশন ফর্ম কমিশনের কাছে ফিরে এসেছে। তার মধ্যে ২২ লক্ষ ২৮ হাজার নাম ‘মৃত’ হিসেবে তালিকাভুক্ত— অর্থাৎ এই নামগুলি ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে।অন্যদিকে ৬ লক্ষ ৪১ হাজার ভোটার ‘নিখোঁজ’।

এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন ১৬ লক্ষ ২২ হাজার ভোটার। একইসঙ্গে ১ লক্ষ ৫ হাজার ভোটারের ক্ষেত্রে পাওয়া গিয়েছে ডাবল এন্ট্রি।উত্তর কলকাতায় সবচেয়ে বেশি মৃত ভোটারের সন্ধান মিলেছে— মোটের ৬.৯১%, সংখ্যায় ১ লক্ষ ৪ হাজার ৭৬। দক্ষিণ কলকাতায় একই হার। দক্ষিণ ২৪ পরগনায় মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ— যা ৬.৯%। উত্তর ২৪ পরগনায় মৃত ভোটার ৮৮ হাজার, অর্থাৎ ৩.৪৭%। রাজ্যে সবথেকে কম মৃত ভোটার পাওয়া গিয়েছে পূর্ব মেদিনীপুরে— মাত্র ১.৪%

এর মধ্যেই কমিশনের রিপোর্ট চাওয়ার পর কয়েকশো বুথে পরিসংখ্যান বদলে গেছে। ডিইও-র তথ্য অনুযায়ী প্রথমে ২২০৮টি বুথে কোনও মৃত বা স্থানান্তরিত ভোটার ছিল না বলে জানানো হয়েছিল। পরে দেখা যাচ্ছে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৪৮০-তে।

সবচেয়ে বেশি পরিবর্তন দক্ষিণ ২৪ পরগনায়—

  • রায়দিঘি: ৬৬
  • কুলপি: ৫৮
  • মগরাহাট: ১৫
  • পাথরপ্রতিমা: ২০

এদিনই বহুতল কমপ্লেক্সে বুথ সংক্রান্ত বিষয়ে জেলা শাসকদের আরও একবার নির্দেশ পাঠিয়েছে কমিশন। জানাতে হবে ৬ ডিসেম্বরের মধ্যেই— যেখানে ৭০০–৮০০ ভোটার থাকবে, সেখানেই করা যাবে বুথ।

Related posts

Leave a Comment