নয়াদিল্লি, ১ ডিসেম্বর— নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) অনুযায়ী যোগ্য অভিবাসীদের জন্য ‘প্রোভিশনাল স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)’ চালুর দাবি জানিয়ে দায়ের হওয়া একটি পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে নোটিস জারি করেছে।
পিটিশনে দাবি করা হয়, বহু বছর ধরে ভারতে বসবাসকারী এই শ্রেণির মানুষের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই দ্রুত সম্পন্ন করতে সাময়িক এসআইআর প্রক্রিয়া চালু করা জরুরি। এই ব্যবস্থা কার্যকর হলে প্রশাসনিক জট কমবে এবং আবেদনকারীরা বৈধতার আওতায় আসতে পারবেন বলে আবেদনকারীর যুক্তি।
শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানিতে আদালত সাময়িক এসআইআর চালুর প্রয়োজনীয়তা, বৈধতা ও বাস্তবায়নযোগ্যতা নিয়ে আলোচনা করবে বলে জানা গেছে।
