19 C
Kolkata
December 4, 2025
দেশ

কেরলে মুনামবাম ওয়াক্‌ফ জমি আন্দোলন থেকে সরে দাঁড়াল এক গোষ্ঠী; ফের নতুন করে বিক্ষোভে অন্য পক্ষ

তিরুবনন্তপুরম, ৩০ নভেম্বর — কেরলের মুনামবাম এলাকায় ওয়াক্‌ফ জমি অধিগ্রহণ নিয়ে চলা দীর্ঘদিনের টানাপোড়েন নতুন মোড় নিল। শুক্রবার সকালে মূল আন্দোলনকারী গোষ্ঠী তাদের অবস্থান থেকে সরে আসে। তবে আন্দোলন থেমে যায়নি—দুপুরের মধ্যেই আরেকটি পক্ষ নতুন করে বিক্ষোভ শুরু করেছে, যার ফলে এলাকায় আবার উত্তেজনা বেড়েছে।

প্রথম গোষ্ঠীর দাবি, সরকারের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তারা আপাতত সরছে। কিন্তু নতুন ফ্রন্টের অভিযোগ, ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনায় ‘অনিয়ম ও অস্বচ্ছতা’ রয়ে গেছে এবং প্রকৃত জমির মালিকানা প্রশ্নে সম্প্রদায়ের মতামত নেওয়া হয়নি।স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষের বক্তব্য, ‘সংঘাতের বদলে আলোচনাই একমাত্র পথ’।
এলাকার বাসিন্দাদের আশঙ্কা, নতুন এই আন্দোলন টানাপোড়েন আরও বাড়াতে পারে, কারণ জমি নিয়ে দুই পক্ষের অবস্থান এখন সম্পূর্ণ ভিন্ন।

Kerala: Munambam Waqf land prote

Related posts

Leave a Comment