হালদ্বানি, ২৯ নভেম্বর: রেড ফোর্ট বিস্ফোরণ-কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ ও সন্দেহজনক অর্থ লেনদেনের অভিযোগে শুক্রবার ভোররাতে একটি বিশেষ অভিযানে উত্তরাাখণ্ডের হালদ্বানি থেকে এক স্থানীয় ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যৌথ দল।
সূত্রের দাবি, গত কয়েকদিন ধরে আটক ইমামের ফোন রেকর্ড, ভ্রমণ নথি এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্তকারীরা মনে করেছেন—তিনি বিস্ফোরণ মামলার এক মূল অভিযুক্তের সঙ্গে সক্রিয় যোগাযোগে ছিলেন। এই সূত্র ধরে আজ ভোর ৪টার দিকে তার বাড়িতে হানা দেয় বিশেষ টাস্ক ফোর্স।
গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করার জন্য ডেরা দুনে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণ-কাণ্ডে আদৌ তার সরাসরি ভূমিকা ছিল কি না, নাকি তিনি কেবল যোগাযোগের সেতু—তা জানতে আরও জেরা প্রয়োজন।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন, অভিযানের সময় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো প্রক্রিয়া আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
