চেন্নাই, ২৯ নভেম্বর—ঘূর্ণিঝড় দিতওয়া দ্রুত তামিলনাড়ুর উপকূলের দিকে অগ্রসর হওয়ায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলা নাগাপট্টিনম, কাডালুর, পুদুচেরি, চেন্নাই ও কান্নিয়াকুমারীতে ইতিমধ্যেই অতি ভারি বৃষ্টি শুরু হয়েছে।
সরকারি নির্দেশে বহু জায়গায় বাস ও ট্রেন পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং নিম্নভূমির মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বিদ্যুৎ-বিভ্রাট, জল জমে যাওয়া এবং ঝোড়ো হাওয়ার কারণে বিপর্যয় মোকাবিলা দফতর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে এবং উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
