পুতিনের আগামী ভারত সফরকে সামনে রেখে মস্কো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক চুক্তি দ্রুত অনুমোদনের প্রক্রিয়ায় এগোচ্ছে। রাশিয়ার সংসদীয় কমিটিগুলিতে চুক্তিটি জরুরি ভিত্তিতে তোলা হয়েছে বলেই জানা গেছে। প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘমেয়াদি সামরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করাই এর মূল লক্ষ্য বলে কূটনৈতিক মহল মনে করছে।
সূত্রের খবর, পুতিন–মোদী বৈঠকের আগেই এই চুক্তি আইনি জট কাটিয়ে কার্যকর হলে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে। ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
