December 6, 2025
দেশ

জাতির স্বার্থই সবার আগে—আরএসএস সেই চেতনাই লালন করে আসছে: মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ২৩ নভেম্বর ২০২৫: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বলেন, স্বাধীনতার পর থেকে দেশগঠনের প্রতিটি পর্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) ‘Nation First’-এর যে অঙ্গীকার বহন করে এসেছে, তা ভারতের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে। তিনি জানান, দেশের উন্নয়ন, ঐক্য ও জাতীয় চেতনা জাগ্রত করতে সঙ্ঘের ভূমিকা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। যোগীর দাবি—আরএসএস দেশকে এগিয়ে নিতে নীরব কিন্তু দৃঢ় ভূমিকা পালন করে চলেছে, যা আগামী দিনেও জাতিকে পথ দেখাবে।

English Title:

Related posts

Leave a Comment