December 5, 2025
দেশ

তেজস দুর্ঘটনায় শহিদ নমাংশকে শেষ বিদায়, ভেঙে পড়েও দৃঢ় উইং কম্যান্ডার আফশান

নয়াদিল্লি, ২৩ নভেম্বর: তেজস যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনায় শহিদ হন স্কোয়াড্রন লিডার নমাংশ কৌশিক। শনিবার তাঁর শেষ যাত্রায় চোখের জল সামলাতে পারেননি স্ত্রী উইং কম্যান্ডার আফশান নাসির। তবুও সামরিক মর্যাদায় স্বামীকে শেষ বিদায় জানিয়ে তিনি বলেন, “তুমি দেশের জন্য প্রাণ দিলে, তোমার গর্ব আমিই বহন করব।” পরিবার, সহকর্মী ও স্থানীয় মানুষ আবেগে ভেসে ওঠেন এই বেদনাময় মুহূর্তে।

Related posts

Leave a Comment