চণ্ডীগড়, ২৩ নভেম্বর: রাজ্যজুড়ে একযোগে চালানো বিশেষ অভিযানে হরিয়ানা পুলিশ গ্রেফতার করল ৪,৫০০-র বেশি দুষ্কৃতী, ফেরারি ও ওয়ারেন্টভুক্ত অভিযুক্তকে। ‘অপারেশন ট্র্যাকডাউন’ নামে এই সাঁড়াশি তল্লাশি ও ধরপাকড় অভিযানে অংশ নেয় পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স ও জেলা পর্যায়ের একাধিক বিশেষ দল।
অভিযান চলাকালীন উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকসহ নানা অপরাধমূলক সামগ্রী।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ধৃতদের মধ্যে রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, দেহব্যবসা, সাইবার জালিয়াতি, মাদক পাচার, হামলা ও হুমকি-সহ একাধিক অপরাধে অভিযুক্তরা। বিভিন্ন থানার পুরোনো মামলাও পুনরায় সক্রিয় করে বহু ওয়ারেন্ট কার্যকর করা হয়েছে।
রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ জানান, “অপারেশন ট্র্যাকডাউন কোনও একদিনের অভিযান নয়, বরং ধারাবাহিকভাবে অপরাধ দমনের পথে আরও কঠোর পদক্ষেপের সূচনা। আইনশৃঙ্খলা মজবুত রাখাই মূল লক্ষ্য।”এছাড়া সীমান্তবর্তী জেলা, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাইওয়ে ও অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে নাকা চেকিং। নজরদারির জন্য ব্যবহার করা হয়েছে ড্রোন, সিসিটিভি নেটওয়ার্ক ও ডিজিটাল ট্র্যাকিং।রাজ্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অভিযান চলবে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ।
