December 6, 2025
দেশ

দিল্লি–এনসিআর হাউজিং সেক্টরে উপস্থিতি আরও শক্তিশালী করল ব্যাঙ্ক অফ বরোদা, শুরু হল ‘প্রপার্টি এক্সপো ২০২৫’

নয়াদিল্লি, ২০ নভেম্বর —দিল্লি–এনসিআর জুড়ে আবাসন বাজারে নিজেদের অবস্থান আরও পোক্ত করল ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কটি চালু করেছে ‘প্রপার্টি এক্সপো ২০২৫’, যেখানে নামী রিয়েল-এস্টেট সংস্থা, রেডি-টু-মুভ প্রকল্প এবং ক্রেতাদের জন্য সহজ হোম-লোন সুবিধা একসঙ্গে তুলে ধরা হচ্ছে।

ব্যাঙ্কের দাবি, এক্সপোটি রাজধানী এলাকায় দ্রুত বাড়তে থাকা বাড়ি কেনার চাহিদাকে লক্ষ্য করেই আয়োজন করা হয়েছে। ক্রেতারা এখানে সাশ্রয়ী সুদের হার, অন-স্পট লোন প্রি-অ্যাপ্রুভাল এবং বিশেষ অফারসহ একাধিক সুবিধা পাবেন। উদ্যোগটি আগামী কয়েক দিনে আরও বেশি গ্রাহককে যুক্ত করবে বলে আশা করছে ব্যাঙ্ক অফ বরোদা।

Related posts

Leave a Comment