মুম্বই, ২২ নভেম্বর — উদ্ধব ঠাকরে-ঘনিষ্ঠ দৈনিক সামনা-র দাবি, মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড়সড় পালাবদলের ইঙ্গিত মিলেছে। শিন্ডে শিবিরের অন্তত ৩৫ জন বিধায়ক নাকি খুব শিগগিরই বিজেপিতে যোগ দিতে চলেছেন।
দলের অভ্যন্তরে অস্বস্তি, নেতৃত্বহীনতা এবং নানা তদন্তের চাপে এঁদের বড় অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। শিন্ডে গোষ্ঠীতে ভাঙন দেখা দিলে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে উঠতে পারে বলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।
English Title:
