মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বোশ এবারের মিস ইউনিভার্স ২০২৫ খেতাব জিতে বিশ্বসৌন্দর্যের আসরে নতুন রেকর্ড গড়লেন। লাস ভেগাসে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি সবার এগিয়ে গিয়ে সেরার মুকুট ছিনিয়ে নেন।
ভারতীয় প্রতিযোগী মানিকা বিষ্কর্মা প্রশংসনীয় আত্মবিশ্বাস দেখালেও শেষ পর্যন্ত টপ–১২-এ জায়গা করে নিতে পারেননি। বিচারকদের কঠিন প্রতিযোগিতা, সংলাপ ও স্টেজ রাউন্ডে উজ্জ্বল পারফরম্যান্সেই ফাতিমা বোশ এগিয়ে যান সকলকে পেছনে ফেলে।
