December 6, 2025
কলকাতা

২২ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রাক্তন বিধায়ক পি ভি আনোয়ারের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় ইডির অভিযান

কলকাতা, ২০ নভেম্বর: ২২ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রাক্তন কেরল বিধায়ক পি ভি আনোয়ারের সঙ্গে যুক্ত একাধিক স্থানে বুধবার তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী কর্মকর্তারা জানান, ব্যাঙ্ক ঋণ প্রতারণা ও বেআইনি আর্থিক লেনদেনের সূত্র খুঁজতেই এই অভিযানে নামা হয়।

আনোয়ারের ব্যক্তিগত কার্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ঘনিষ্ঠদের বাড়ি থেকে বেশ কিছু নথি ও ডিজিটাল ডেটা সংগ্রহ করা হয়েছে বলে সূত্রের দাবি। পুরো মামলায় আরও আর্থিক অনিয়মের তথ্য মিলতে পারে বলে তদন্তকারী সংস্থার ধারণা।

Related posts

Leave a Comment