December 6, 2025
দেশ

বিহারের উন্নয়নে আরও গতি আসবে— নতুন এনডিএ সরকারকে ভরসা দিলেন এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ২০ নভেম্বর: বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নিটিশ কুমারের শপথগ্রহণের পর রাজ্যের উন্নয়ন আরও দ্রুত হবে বলে আশা প্রকাশ করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, নতুন এনডিএ সরকার মানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা নেবে।জয়শঙ্কর জানান, নিটিশ কুমার ও তাঁর দলের নেতৃত্বে বিহার উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

এনডিএ-র জয় এবং সরকারের পুনর্গঠনের পর মন্ত্রীর এই বার্তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।শপথের পর নিটিশ কুমার ঘোষণা করেছেন, কেন্দ্র–রাজ্য সমন্বয় বজায় রেখে বিহারের সার্বিক উন্নতিই তাঁর প্রধান লক্ষ্য।


English Title:
“Confident that new

Related posts

Leave a Comment