December 6, 2025
বিদেশ

লি ছিয়াং-এর সঙ্গে বৈঠকে পুতিনের দাবি— ‘রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সেরা সময় পার করছে’

মস্কো, ২০ নভেম্বর:রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ককে “ইতিহাসের সেরা সময়”-এ বলে উল্লেখ করেছেন। পুতিনের বক্তব্য, বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতিতেও মস্কো ও বেইজিং একে অপরের প্রতি আস্থা রেখে দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।

পুতিন জানান, কৌশলগত সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, প্রতিরক্ষা ও ভূ-রাজনৈতিক বিষয়— প্রতিটি ক্ষেত্রেই রাশিয়া-চীন সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। লি ছিয়াংও বৈঠকে বলেন, দুই দেশের সহযোগিতা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক উন্নয়নের নতুন দিশাও দেখাচ্ছে।কূটনৈতিক মহল মনে করছে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যে চীন রাশিয়ার অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে। ফলে দুই দেশের এই ঘনিষ্ঠতা ভবিষ্যৎ আন্তর্জাতিক মানচিত্রে বড় ভূমিকা রাখবে।

Related posts

Leave a Comment