December 6, 2025
দেশ

সবরীমালা সোনাচুরি কাণ্ডে কেরলের প্রাক্তন দেবস্বম বোর্ড চেয়ারম্যান গ্রেপ্তার করল এসআইটি

তিরুবনন্তপুরম, ২০ নভেম্বর:সবরীমালা মন্দিরের সোনাচুরি মামলায় বড় পদক্ষেপ নিল বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। কেরল দেবস্বম বোর্ডের প্রাক্তন প্রধানকে এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে সংগৃহীত প্রাথমিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চুরির মূল চক্র উন্মোচনে বিশেষ ভূমিকা রাখবে।সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই তাঁর ভূমিকা নিয়ে সন্দেহ ছিল তদন্তকারীদের।

অবশেষে জিজ্ঞাসাবাদের পর পর্যাপ্ত তথ্য-প্রমাণ মেলায় তাঁকে আটক করা হয়েছে। এসআইটি এখন চুরির নেপথ্যে থাকা পুরো নেটওয়ার্ক, আর্থিক লেনদেন ও দায়ীদের পরিচয় খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে।

Related posts

Leave a Comment