নতুন দিল্লি, ১৯ নভেম্বর:ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি ইন্দিরার অবদান স্মরণ করে বলেন, দেশের উন্নয়ন যাত্রায় তাঁর ভূমিকা ঐতিহাসিক।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের অগ্রগতিতে তাঁর নেতৃত্বের কথা উল্লেখ করেন। কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলও দিনটি শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করেছে।
