December 6, 2025
দেশ

সত্য সাই বাবার শতবর্ষ উদযাপনে পুট্টাপার্থিতে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা অন্ধ্র মুখ্যমন্ত্রীর

পুট্টাপার্থি, ১৯ নভেম্বর: সত্য সাই বাবার জন্মশতবর্ষ উপলক্ষে পুট্টাপার্থিতে আয়োজিত বৃহৎ অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ সংবর্ধনা জানালেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোদীকে বিশেষ স্মারক ও শুভেচ্ছা–উপহার প্রদান করেন মুখ্যমন্ত্রী, যা দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা নতুন মর্যাদা পায়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত, সন্ন্যাসী ও বিশিষ্টজনেরা জানান, সত্য সাই বাবার সেবা–দর্শন আজও সমাজজুড়ে মানবিকতা ও করুণার বার্তা ছড়িয়ে দেয়।

মোদীও মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সত্য সাই বাবার শিক্ষা ‘সেবা পরম ধর্ম’ ভারতের চেতনার গভীরে প্রোথিত এবং এই মূল্যবোধই দেশের ভবিষ্যৎকে আরও সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, পুট্টাপার্থিকে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে আরও বিকশিত করার নানা পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করেছে, যাতে আগামী দিনে দেশ–বিদেশের আরও বেশি ভক্ত এখানে আসতে পারেন।

English Title:

Related posts

Leave a Comment